শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৫ ডিসেম্বর ২০২৩ ০৬ : ২২Pallabi Ghosh
চন্দ্রনাথ মুখোপাধ্যায়, নাদনঘাট: ‘খালবিল আর জলাশয়ে ভরা রূপসী বাংলার কন্যা / ওদের সবাই যত্ন করো, ওরা যে অনন্যা...।’ বাংলার মাছের মজলিশে ক্রমশ উবে যেতে বসা চুনোপুঁটি, চেলা, ভ্যাদা, চ্যাং, মৌরলা, ফ্যাসা, খলশেদের নিয়ে গান বেঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যে গান গলায় তুলে নিয়েছেন মৎস্যজীবী পরিবারের মা–মেয়েরা। জেলেপাড়া জুড়ে যেন স্লোগান হয়ে ছড়িয়ে পড়েছে এই কয়েক কলি। কখনও হাতে হাত রেখে, কখনও বা আনমনে একাকী গুনগুনিয়ে উঠছে এ গানেরই সুর।
মাছেদের ঘরদুয়ার খাল–বিল–পুকুর বাঁচিয়ে রাখতে উদ্যোগ নিয়েছেন পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এলাকার মৎস্যজীবী ও সাধারণ মানুষের সঙ্গে জোট বেঁধে বড়দিন থেকেই শুরু করছেন দু’দিনের মহা মৎস্যযজ্ঞ ‘খালবিল উৎসব’। থাকবে খানাপিনারও দেদার আয়োজন। অতিথিদের পাতে পড়বে জিভে–জল–আনা চুনো মাছের লোভনীয় সব পদ! বাদ যাবে না শীতের খাবারের ‘সিগনেচার টিউন’ খেজুরগুড়ের হরেক পদ, পিঠে–পুলি–পায়েসও।
নাদনঘাটের কোবলা, গঙ্গানন্দপুর, কুটিরপাড়া, চকরাহাতপুর, তুলসীডাঙা, চাঁপাহাটি–সহ লাগোয়া এলাকার হাজারেরও বেশি মৎস্যজীবীর জিয়নকাঠি হল প্রায় ১০০ একর জুড়ে থাকা গায়ে গা–লাগা বিশাল জোড়া জলাশয়— বাঁশদহ আর চাঁদেরবিল। রাজ্যের মৎস্য দপ্তর, পূর্ব বর্ধমান জেলা পরিষদ ও সংশ্লিষ্ট পূর্বস্থলী–১ ব্লকের সহায়তায় এই বিল দুটিতে এখন ১৭ প্রজাতির চুনো মাছের চাষ হচ্ছে। পঞ্চায়েতের উদ্যোগে বিলের বুক থেকে কচুরিপানার দখলদারি সরিয়ে কাচের মতো চকচকে জলের বুকে হেসে–খেলে–দৌড়ে বেড়াচ্ছে খয়রা, পুঁটি, চেলা, ভ্যাদা, সোনাখড়কে, চ্যাং, বেলে, মৌরলা, ফ্যাসা, চাঁদা, খলশের মতো চুনোর দল। এই সব খুদে মাছের পালই তো এলাকার বহু মানুষের সংসারের হাল ধরে রেখেছে এখন। উৎসবের প্রধান উদ্যোক্তা মন্ত্রী স্বপন দেবনাথ বললেন, ‘আমাদের সবথেকে বড় প্রাপ্তি হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা। তিনি এই উৎসব সম্পর্কে অবহিতই শুধু নন, উৎসবের থিম সংটিও তিনিই লিখে দিয়েছেন।’ উৎসব সফল করতে ও এলাকার মানুষকে এই উদ্যোগ সম্পর্কে জানাতে সংশ্লিষ্ট শ্রীরামপুর পঞ্চায়েত এলাকা জুড়ে রবিবার হল একটি বিরাট পদযাত্রাও।
উৎসব প্রাঙ্গণ থেকে এসটিকেকে রোড পর্যন্ত রাস্তা তৈরি, মৎস্যজীবীদের পাড়ায় পাড়ায় ঢালাই রাস্তা, মাছ ধরার সরঞ্জামের জোগান, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার পাশাপাশি এলাকাটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগও শুরু হয়েছে। একদিকে আশ্চর্য সুন্দর প্রকৃতি, আর অন্যদিকে মহাপ্রভু চৈতন্যদেবের স্মৃতিজড়ানো বেশ কয়েকটি স্থান এখানকার অন্যতম দেখার জায়গা। তাই রাতে থাকার জন্যও তৈরি হয়েছে অতিথি নিবাস। জলাশয় দুটির সঙ্গে খাল কেটে জুড়ে দেওয়া হয়েছে ভাগীরথীকে। ফলে জলের অভাব নেই। সবুজের চাঁদোয়ায় মুড়ে দেওয়া হয়েছে চত্বর। হাজির হয়েছে অজস্র জানা–অজানা পাখির পাল। সপ্তাহান্তের ছোট্ট ছুট হোক বা চড়ুইভাতি— মডেল ঠিকানা হয়ে দাঁড়িয়েছে এই এলাকা। আর আছে ফি–বছর বড়দিনে ‘খালবিল উৎসব’। এ সময় অঞ্চলের মৎস্যজীবীদের ডানায় যেন লাগে আনন্দের হাওয়া। মাঝবিলে নৌকায় মঞ্চ বেঁধে দিনভর চলে বাউল, পল্লীগীতি, ভাটিয়ালির মাতাল করা আমেজ। সুরের দোলায় হয়তো বা দুলে ওঠে বিলের গভীরে ঘামটি মেরে–থাকা চুনোপুঁটি–খলশেরাও। এবার অবশ্য উৎসবের সূচনায় গাওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা গানটিই। ক’দিন ধরে মৎস্যবাড়ির গিন্নিরা দিন–রাত্তির তারই যে তালিম নিলেন তুমুল উৎসাহে।
বিশেষ খবর
নানান খবর
![](/uploads/adthumb_358.jpeg)
নানান খবর
![](/uploads/thumb_37433.jpg)
কল্যাণীর ঘটনায় ঝলসে পুড়ে মৃত ৪, আহত ১, পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে...
![](/uploads/thumb_37431.jpg)
ব্যবধান মাত্র ২ দিনের, শিলিগুড়িতে ফের ছেলের হাতে খুন মা ...
![](/uploads/thumb_37427.jpg)
গ্রেপ্তার 'আগুনপাখি', নাবালিকাদের জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ ...
![](/uploads/thumb_37423.jpg)
জলদাপাড়ার পিলখানায় হাজির ২০ দিনের ছোট্ট অতিথি...
![](/uploads/thumb_37420.jpg)
শাল, বল্লা দিয়ে তৈরি করতে হবে মঞ্চ, ত্রিবেণী কুম্ভমেলায় গিয়ে জানালেন পুলিশ সুপার...
![](/uploads/thumb_37337.jpg)
সপ্তাহশেষে আবারও দুর্ভোগের আশঙ্কা, বাতিল বহু লোকাল ট্রেন...
![](/uploads/thumb_37336.jpeg)
ফোন দেখতে চাইত প্রতিবেশী নাবালিকা! সেই সুযোগে লাগাতার ধর্ষণ করল দাদু ...
![](/uploads/thumb_37330.jpg)
পড়ুয়াদের নিশ্চিত ভবিষ্যৎ গড়তে হবে, অভিনব ভাবনা তৃণমূল ছাত্র পরিষদের...
![](/uploads/thumb_37327.jpg)
বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে বড় ঘোষণা ২১২টি মউ সাক্ষর এবং কত বিনিয়োগ প্রস্তাব, জানালেন মুখ্যমন্ত্রী ...
![](/uploads/thumb_37325.jpg)
পাওয়া গেল না বিকল্প মুখ, সত্তরোর্ধ্ব অনন্ত রায়ের উপরেই ফের ভরসা সিপিএমের ...
![](/uploads/thumb_37239.jpg)
দত্তপুকুরের কাটা মুন্ডুর রহস্যভেদ, খুনের কারণ জানলে চমকে উঠবেন...
![](/uploads/thumb_372271738767699.jpg)
ফের গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত হয়ে ভর্তি কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে ও হাসপাতালে...
![](/uploads/thumb_37226.jpeg)
সাংগঠনিক নির্বাচন নিয়ে ধুন্ধুমার, নদীয়ায় বিজেপি অফিসে কর্মীদের ভাঙচুর ...
![](/uploads/thumb_37217.jpg)
ইলেকট্রিক শক দিয়ে 'খুন' করা হল হাতি, বন দপ্তরের হাতে গ্রেপ্তার ১...
![](/uploads/thumb_37218.jpg)
ইলেকট্রিক শক দিয়ে 'খুন' করা হল হাতি, বন দপ্তরের হাতে গ্রেপ্তার ১...